আন্তঃবিশ্ববিদ্যালয় সাঁতারে জাবি শিক্ষার্থী সাগরের ১২টি স্বর্ণ জয়
পঞ্চম আন্তঃবিশ্ববিদ্যালয় গেমসে সাঁতারে ১২টি ইভেন্টে অংশ নিয়ে সবকটিতেই স্বর্ণপদক জিতেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী মাহফিজুর রহমান সাগর। সর্বনিম্ন ২৫:২০ সেকেন্ড সময় নিয়ে দ্রুততম জলমানব হন সাগর। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শারিরীক শিক্ষা বিভাগের পরিচালক সিফাতুল্লাহ এসব তথ্য নিশ্চিত করেছেন।
আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিড়া সংস্থার আয়োজনে গত ২৮ মার্চ থেকে শুরু হয় ৫ম আন্তঃবিশ্ববিদ্যালয় গেমস। রবিবার গেমসের সমাপণী দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে বিজয়ী দল ও খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যায়, ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। সভাপতি ছিলেন আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া সংস্থার সভাপতি ও মওলানা ভাসানী বিজ্ঞান-প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আলাউদ্দিন।