সাপ্তাহিক ক্ষমা

একটু একটু জমিয়ে রাখা কান্না

আদুরে আলাপে কত বাহানা

কথার গিলাপ খুলে শিল্প হয়

ছাউনি হয়ে উঠে স্বভাবে ।

 

যে বেলা দুঃখ দিয়ে চলে গেছে অভিশাপ

তার ক্ষমা হয় প্রতি সপ্তাতে

প্রতিদিন, দিন গুলো নিলামে

কুড়িয়ে রাখা দিব্যি ভুল

ফুরিয়ে আসে সপ্তাহে।

 

আমার করে যে শুকনো

কথা গুলো পরে আছে ড্রয়ারে

Post MIddle

তার যেন বোবা হয়ে গেছে ভুলে

কত কি খুঁজে ফেরে স্মৃতি

মাঝে মাঝে ফিরে পায় ঝঞ্জালে।

 

আমার ভিতর যেন খুঁড়ে খুড়ে

দুঃখ বাড়ায়

যারা দিয়ে গেছে ফুল বলে

আমার আকাশ তাই দিব্যি করে

ক্ষমার আসর বসে সপ্তাহে।

 

এবার’ও আমি ফিরিয়ে দিয়েছি

কিছু কান্না, বৃষ্টি তাই দু’হাতে

আঘাত দিয়ে যদি শান্তি আসে

তবে ক্ষমা প্রতি সপ্তাহে।

পছন্দের আরো পোস্ট