ঢাবি ভাষাবিজ্ঞান বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষাবিজ্ঞান বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আজ (৯ এপ্রিল) রবিবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ভাষাবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ শাহরিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন। এতে আরও উপস্থিত ছিলেন বিভাগের অনারারি অধ্যাপক ড. আবুল কালাম মনজুর মোর্শেদ।
প্রধান অতিথি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান তাঁর বক্তব্যে নবাগত শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন ও স্বাগত জানিয়ে বলেন, তাদের আজ থেকে জীবনের এক নতুন অধ্যায় শুরু হলো। তিনি বিদায়ী ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে সমাজের প্রতি তাদের দায়িত্ববোধ জাগ্রত করার আহ্বান জানান।