ঢাবি দুই শিক্ষার্থীর চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয়ের অনুদান
ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষার্থীকে দুরারোগ্য রোগের চিকিৎসার জন্য দুই লক্ষ টাকার অনুদান প্রদান করা হয়েছে। আজ (৯ এপ্রিল ২০১৭) রবিবার অপরাহ্নে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক শিক্ষার্থীদের অভিভাবকের নিকট এই চেক হস্তান্তর করেন। উপাচার্য দফতরে আয়োজিত এই চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন এবং সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নেহাল করিম।
ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের ৫ম সেমিস্টারের ছাত্রী জেরিন খাতুনকে তার কোলোরেক্টাল ক্যান্সার চিকিৎসার জন্য ১ লক্ষা টাকা এবং অর্থনীতি বিভাগের ৯০তম ব্যাচের ছাত্রী নাজনীন সুলতানাকে তার চিকিৎসার জন্য ১ লক্ষ টাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী অনুদান প্রদান করা হয়।