জাতিসংঘের সর্বকনিষ্ঠ শান্তিদূত হচ্ছেন মালালা ইউসুফজাই
নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ও পাকিস্তনের নারী শিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাই জাতিসংঘের শান্তিদূত হচ্ছেন। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এই তথ্য জানিয়েছেন। এর মাধ্যমে মালালা সর্বকনিষ্ঠ শান্তিদূত হচ্ছেন। ১৯ বছর বয়সী মালালাকে কাল সোমবার জাতিসংঘের মহাসচিব এ পদে নিয়োগ দেবেন। খবর ডনের।
জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক শুক্রবার জানিয়েছেন, মালালা এই মুহূর্তে নারী ও শিশু শিক্ষার বিস্তার নিয়ে কাজ করছেন। তাকে সেই কাজে আরো বেশি করে ব্যবহার করতে চায় জাতিসংঘ। সেই কারণেই এই বিশেষ পদ তাকে দেওয়া হচ্ছে। গুতেরেস বলেছেন, মৃত্যুর মুখে দাঁড়িয়েও মালালা তার দেশের মানুষের হয়ে কথা বলেনছেন, শিশু ও নারীদের জন্য লড়াই করেছেন।
এর আগে জাতিসংঘ এই সম্মান দিয়েছে অভিনেতা মাইকেল ডগলাস, লিওনার্দো ডি’ক্যাপ্রিওকেও। এই পদই জাতিসংঘের দেওয়া সর্বোচ্চ সম্মান। দেশের মানুষের এবং নারী অধিকারের হয়ে লড়াই করার জন্য তালবানদের গুলির মুখে পড়তে হয়েছিল পাকিস্তানি কিশোরিকে। দেশ ছাড়লেও লড়াই থামাননি মালালা। মালালার এই লড়াইকে সম্মান জানিয়ে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়।