ইবিতে দুইদিনব্যাপী ন্যাশনাল ওয়ার্কশপের উদ্বোধন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ বায়োইনফরমেটিশ এন্ড কম্পিউটেশনাল বায়োলজি এসোসিয়েশন ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বায়োইনফরমেটিশ রিসার্চ গ্রুপ এবং ্ইবি পরিসংখ্যান ও বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের হেকেপ প্রজেক্ট এর সহায়তায় বায়োইনফরমেটিশ এন্ড কম্পিউটেশনাল শীর্ষক দুইদিনব্যাপী ন্যাশনাল ওয়ার্কশপের তৃতীয় রাউন্ডের উদ্বেধন অনুঠান শনিবার সকালে সায়েন্স ফ্যাকালটির ড. এম এ ওয়াজেদ মিয়া বিজ্ঞানভবনে অনুষ্ঠিত হয়েছে।

পরিসংখ্যান বিভাগের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি ও ওয়ার্কশপ আয়োজন কমিটির আহবায়ক প্রফেসর ড. কামাল উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী। তিনি বলেন একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় বিজ্ঞানের গুরত্ব অপরিসীম।

Post MIddle

বায়োলজিক্যাল ডেটা ও বায়োলজিক্যাল রেভুলেশনের ফলে দেশের কৃষি, হেলথ হাইজিন সবদিক দিয়ে এক অভ’তপুর্বক বিপ্লব ঘটেছে জীবনযাএার মান উন্নয়নে ও অর্থনীতিতে। তিনি আশাবাদ ব্যক্ত করেন আমরা কর্মক্ষম সক্ষম জাতি হিসাবে বর্তমান ডিজিটাল সরকারের হাত ধরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা নির্মাণ করতে পারবো। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. শামসুল আলম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষক (এস পি এম) প্রফেসর ড. নুরুল হক মোল্লা। স্বাগত বক্তব্য রাখেন বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি ড. নিলুফা আক্তার বানু।

ধন্যবাদ ঙাপন করেন ছাএ-উপদেষ্টা প্রফেসর ড. মহাঃ আনোয়ারুল হক। উপস্থিত ছিলেন প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান, কম্পিউটার সেন্টারের পরিচালক প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্মন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষক প্রফেসর ড. আমিরুল হক, প্রফেসর ড. আঞ্জুমান আরা, প্রফেসর ড. আবু রেজা, জাহাঙ্গীর আলম, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক প্রফেসর ড. রেজওয়ানুল ইসলাম, প্রফেসর ড. মোহাঃ মিজানুর রহমান, প্রফেসর ড. আবুল কালাম আজাদ, ড. মোহাম্মদ মিন্নাতুল করিম, পরিসংখ্যান বিভাগের শিক্ষক সহকারী অধ্যাপক মোহাঃ মাহাবুবুর রহমান, ড. সাজ্জাদ হোসেনসহ ওয়ার্কশপের শিক্ষার্থীরা।

ওয়ার্কশপটি সঞ্চালনা করেন পরিসংখ্যান বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আলতাফ হোসেন রাসেল। উদ্ভোধনী অনুঠান শেষে টেকনিক্যাল সেশনে ওয়ার্কশপে অংশগ্রহনকারী শিক্ষার্থীদের হাতে কলমে বিভিন্ন টেকনিক্যাল বিষয়ে শিক্ষা দেয়া হয়। রবিবার শেষ দিনে রয়েছে সামগ্রিক বিষয় নিয়ে ফিডব্যাক সেশন ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান। সংবাদ বিজ্ঞপ্তি।

পছন্দের আরো পোস্ট