শুধু এক বছরে

 

বয়স বেড়ে গেছে হু হু করে

চলে গেছে অনেক গুলো দিন

সামান্য সব কিছইু আজ ভাবাতে পারে

এক বছর মানেই বদলে দিয়েছে

বুকের ভেতরে জমতে থাকা

এক গুচ্ছ স্রিতির জমিন।

 

বাতাসের আনাগোনা বেড়েছে কমেছে

মাঝে মাঝে শীত, বৃষ্টি

অনেক কিছুই কঠিন হয়েছে

আবার অনেক কিছুই সহজ

শুধু থেমে নেই শুরুর সময়

অনাগত হয়েছে গত।

 

গত এক বছরে বুঝতে

শিখেছি বুকের ব্যাথা অনেক বেড়ে গেলে

যাবে না এমনিতে।

সময় নিয়ে হয়েছে

বছর খানিকের ফসিল।

 

গত এক বছর বন্ধুদের বিদায়

আবিরে মাখামাখি

অনেক গুলো গলার স্বর

ইশ্বর জানে বুকের প্রাচীর

চলে গেলেই শক্ত হয়।

 

Post MIddle

অনেক দেখেছি, অনেক পাশাপাশি

রোজ সন্ধ্যা হয়েছে

প্রতিদিন অপেক্ষা, প্রতিদিন চিন্তা

অনেক গুলো প্রতিক্ষা।

 

গত এক বছরে প্রেম দেখেছি

তুমুল আলোড়িত ঘ্রান

পথ মাড়িয়ে চোখ কুড়িয়েছি

বিকেলে হারিয়েছে যে মন

মনের’ও পোস্ট বক্স হয়

জেনেছি তখন।

 

গত এক বছরে আমিও আমি নেই

বদলে গিয়েছে স্বাদ

কবিতার গন্ধ আজ আশটে লাগে

টাকার গন্ধেই স্বাদ

এক বছর মানে আহামরি স্বপ্ন

অনেক দিনের তাপ।

 

এক বছরে তুমি মানে তুমি নেই

এক বছর অনেক রাত

বদলে গিয়েছো তুমি নিমিষের বাতাসে

প্রেমের দেয়ালে আজ বিষাদ।

 

এক বছর মানে হারিয়ে গিয়েছি

যে বেলা ফিরে এসেছি বিকেলে

সময়ের’ও মরন লিখে রাখে ইশ্বর

জেনেছি শুধু এক বছরে।

পছন্দের আরো পোস্ট