ঢাকা ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটির আলোকচিত্র প্রদর্শনী

ঢাকা ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটি (ডিইউপিএস) এর উদ্যোগে এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহযোগিতায় আজ (৭ এপ্রিল ২০১৭) শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিরাজুল ইসলাম লেকচার হলে ‘১০ বার্ষিক আলোকচিত্র প্রদর্শনী’র উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রদর্শনীর উদ্বোধন করেন।

Post MIddle

আলোকচিত্র প্রদর্শনী চলবে ৭ থেকে ৯ এপ্রিল ২০১৭ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বর এবং বটতলায় দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত। প্রদর্শিত হবে ৩টি ফটোস্টোরি, ৪৫টি আলোকচিত্রসহ ডিইউপিএস’র ভুটান সফরের ২০টি আলোকচিত্র। ৯ এপ্রিল সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট মিলনায়তনে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান। এবারের ঢাকা ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটির ১০তম বার্ষিক আলোকচিত্র প্রদর্শনীর প্রতিপাদ্য হলো Unity in Diversity’।

ÔUnity in Diversity’

পছন্দের আরো পোস্ট