বাধনের বার্ষিক সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত
“একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বন্ধন” প্রতিপাদ্য নিয়ে আজ (৭ এপ্রিল) শুক্রবার দুপূরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় পরিষদ ‘বাঁধন’ আয়োজিত ‘বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর-২০১৭’ উপলক্ষে এক অনুষ্ঠান ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: কামাল উদ্দীন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: জসিমউদ্দিন খান এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: আবুল হোসেন।
সম্মানিত অতিথি ছিলেন বাঁধন কেন্দ্রীয় পরিষদের সভাপতি মো: সাজ্জাদুর রহমান সরকার এবং স্পন্দন বিএইএসএ’র সভাপতি সৈয়দ ফাইয়াজ হোসাইনী।