![](https://lekhapora24.net/wp-content/uploads/2017/04/IMG_7368.jpg)
খুলনার নর্দানে ক্রিকেট টুনামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
বৃহস্পতিবার(৬ এপ্রিল) খুলনার নর্দান ইউনিভার্সিটি অব বিজনেজ এন্ড টেকনোলজি(এনইউবিটি)-র ব্যবসা প্রশাসন বিভাগের “আন্ত-সেমিটার ক্রিকেট টুর্নামেন্ট ২০১৭”-এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
সকালে বিভাগীয় কমিশনার মাঠে অনুষ্ঠিত খেলায় নর্দান ভিকটোরিয়ান কে ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ান হয়েছে এনইউবিটি কিংস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতারণ করেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো: আব্দুল রউফ, সে সময় তিনি পড়াশুনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি গুরুত্ব দিতে সকলের প্রতি আহবান জানান তিনি।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ব্যবসা প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান জনাব এস.এম. মনিরুল ইসলাম, প্রক্টর ও কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান জনাব মো: রবিউল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের প্রায় সকল শিক্ষক ও শিক্ষার্থীরা।