কম্পিউটার প্রশিক্ষন কোর্সের ওরিয়েন্টেশন
ভিন্ন ধারার তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ “আইসিটি ক্যারিয়ার” এ আজ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এর ডিপার্টমেন্ট অব এনেসথেসিয়া এর তত্ত্বাবধানে পোস্ট বেসিক ক্রিটিক্যাল কেয়ার নার্সিং এডুকেশন ট্রেনিং প্রোগ্রাম এর আওতায় ৩১ তম ব্যাচের ছাত্রছাত্রীদের তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ (কম্পিউটার প্রশিক্ষন) কোর্সের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। ওরিয়েন্টেশন প্রোগ্রাম উদ্বোধন করেন বিশিষ্ট সাংবাদিক ও তথ্যপ্রযুক্তি সংগঠক, আইসিটি ক্যারিয়ার এর প্রতিষ্ঠাতা ও নাসিমা এনাম ফাউন্ডেশন এর চেয়ারম্যান এহছান খান। আরো উপস্থিত ছিলেন আইসিটি ক্যারিয়ারের এক্সিকিউটিভ ডিরেক্টর সাবিনা ইয়াসমিন, উইটস বিডি এর এমডি সাংবাদিক খন্দকার আহমদ আল ইহসানসহ অন্যরা।
২মাসব্যাপী এ প্রশিক্ষণ এ অংশগ্রহন করছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল (বিএসএমএমইউ) এ কর্মরত নার্সরা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদফতরের নিবন্ধিত প্রতিষ্ঠান নাছিমা এনাম ফাউন্ডেশনের সহযোগী প্রতিষ্ঠান আইসিটি ক্যারিয়ার দেশের আর্থসামাজিক উন্নয়নের সাথে সম্পর্কিত বিভিন্ন সেক্টরের বিশেষায়িত বিষয়ের ওপর ২০০৪ সাল থেকে প্রশিক্ষণ প্রদান করে আসছে।
উল্লেখ্য অফিস ম্যানেজমন্টে /গ্রাফিক্স ডিজাইন/ পিসি হার্ডওয়্যার মেইনটেন্যােন্স/ বেসিক ওয়েব ডিজাইন/পিএইচপি/ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট/ নেটওয়ার্কিং/অটোক্যাড/ একাউন্টিং সফটওয়্যার ট্যালি/ থ্রিডি স্টুডিও ম্যাক্স/ স্কেচ আপ/ ৬ মাস মেয়াদী ডিপ্লোমা/১ বছর মেয়াদী ডিপ্লোমাসহ অন্যান্য কোর্সে প্রশিক্ষণ দেয় আইসিটি ক্যারিয়ার ।
বিস্তারিত:
আইসিটি ক্যারিয়ার (১৩৫, নিচতলা), কনকর্ড এম্পরিয়াম শপিং কমপ্লেক্স, ২৫৩-২৫৪ এলিফ্যান্ট রোড, কাঁটাবন, ঢাকা। ০১৭১২৯১১৫৬৯,০১৬২৬০৩২৭৭১