বেরোবি ছাত্রলীগের নয়া কমিটি
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি ) শাখা ছাত্রলীগের সভাপতি হিসেবে আবু মোন্নাফ আল কিবরিয়া (তুষার) ও কামরুল হাসান নোবেল শেখ কে সাধারন সম্পাদক করে এক বছর মেয়াদী ৭ সদস্যের কমিটি ঘোষনা করা হয়েছে।
বুধবার(৫ এপ্রিল) বিকেল ৩টায় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারন সম্পাদক এস এম জাকির হোসাইন সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ৪ এপ্রিল (মঙ্গলবার) উল্যেখ করা থাকলেও ৫ এপ্রিল (বুধবার) তা প্রকাশ করা হয়।
কেন্দ্রীয় কমিটির অন্যান্য সদস্যরা হলেন আফজাল হোসেন জয়, ফয়সাল আজম ফাইন, রহমতুল্লাহ রনি, নেয়ামতউল্লাহ ধ্রুব ও আশিকুন্নাহার চৌধুরী টুকটুকি।
নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক প্রদক্ষিন কওে বঙ্গবন্ধু হলে গিয়ে শেষ হয়।
এদিকে নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, শাখা ছাত্রদল সহ বিভিন্ন সামাজিক -সাংস্কৃতিক সংগঠন।