ইস্টার্ন ইউনিভার্সিটির যে ছাত্র থাইল্যান্ডের সাংস্কৃতিক অনুষ্ঠানে

ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসনের ছাত্র তোফাজ্জল হোসেন “থাই-নিচি ইন্সটিটিউট অব টেকনোলজি ক্রস-কালচারাল প্রোগ্রাম, থাইল্যান্ড, ২০১৭” শীর্ষক দুই-সপ্তাহব্যাপী একটি আন্তর্জাতিক প্রোগ্রামে  ১৯-৩১ মার্চ, ২০১৭ পর্যন্ত অংশগ্রহণ করেন। উক্ত প্রোগ্রামে তিনি একমাত্র ব্যক্তি হিসিবে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন।

Post MIddle

এই প্রোগ্রামটি এশিয়ার বিভিন্ন দেশ যেমনঃ জাপান, থাইল্যান্ড, বাংলাদেশ ইত্যাদি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রিদেরকে ক্রস-কালচারাল মিথস্ক্রিয়া, থাই ভাষা এবং সংস্কৃতি পরিচিতকরন, ইত্যাদি উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এই প্রোগ্রামে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রিদেরকে থাই রান্না  ক্লাস, ক্রস-কালচারাল ক্লাস ইত্যাদি বিষয়ে পাঠদানসহ বিশেষ দর্শনীয় স্থানসমূহ পরিদর্শন (যেমনঃ আয়ুত্থ্যা, সামুত সংখ্রাম, চায়না ডাউন টাউন, কহ লার্ন দ্বীপ, পাটায়া, এবং ব্যাংকক) করানো হয়। তাদেরকে নানা ধরনের থাই এবং জাপানি খেলাও শেখানো হয়।

প্রসঙ্গত উল্লেখ্য যে, গত ১৮ অক্টোবর ২০১৬ ইস্টার্ন বিশ্ববিদ্যালয় এবং থাই-নিচি ইন্সটিটিউট অব টেকনোলজি, থাইল্যান্ড- এর মধ্যে একটি পারস্পরিক সহযোগিতা স্মারক চুক্তি বিনিময় হয়।

পছন্দের আরো পোস্ট