কুয়েট ছাত্রলীগের জঙ্গীবাদ বিরোধী গণস্বাক্ষর কর্মসূচী
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) জঙ্গীবাদ ও মৌলবাদ বিরোধী গণস্বাক্ষর কর্মসূচী পালন করেছে কুয়েট শাখা ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের পূর্বঘোষিত বিভিন্ন কর্মসূচীর অংশ হিসেবে কুয়েট শাখা ছাত্রলীগ আজ (৪ এপ্রিল) মঙ্গলবার বিকাল ৫ টায় ক্যাম্পাসের শহীদ মিনার চত্ত্বরে এ কর্মসূচী পালন করে।
কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। এসময় কুয়েট শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলী ইমতিয়াজ সোহানসহ কুয়েট শাখা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের পূর্বঘোষিত জঙ্গীবাদ ও মৌলবাধ বিরোধী বিভিন্ন কর্মসূচীর অংশ হিসেবে কুয়েট শাখা ছাত্রলীগ এর সভাপতি সাফায়েত হোসেন নয়ন ও সাধারণ সম্পাদক আলী ইমতিয়াজ সোহান এর নেতৃত্বে গত ২৮ মার্চ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ, ২৯ মার্চ ক্যাম্পাসের হলসমূহে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ, ৩ এপ্রিল ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচী পালন করে কুয়েট শাখা ছাত্রলীগ।