কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বছর পূর্তি
মঙ্গলবার (৪ এপ্রিল) কানাডা’র কিউবেক-এর মাননীয় সিনেটর জনাব ডেনিস ডওসন এবং কানাডা’র হাউজ অব কমন্সের টরোন্টো অঞ্চলের মাননীয় এমপি জনাব নাথানিয়েল ইরস্কাইন-স্মিথ যৌথভাবে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ‘এক বছর পূর্তি’ অনুষ্ঠান উদ্বোধন করেন।
‘ইন্সপায়ারিং এপ্লায়েড নলেজ’কে গুরুত্ব দেয়া ও কানাডিয়ান শিক্ষা কারিকুলাম অনুসরণ করায় তারা কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রশংসা করেন।
বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সমাপনি বক্তব্য দেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. চৌধুরী নাফিজ শারাফাত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, কানাডা’র হাউজ অব কমন্সের পার্লামেন্টারি এ্যাসিস্ট্যান্ট জনাব এ্যন্ড্রু গুডরিজ, জাতীয় সংসদ সদস্য জনাব মাহজাবিন খালেদ এবং কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. উইলিয়াম এইচ. ডেরেঞ্জার প্রমুখ।