ডিগ্রীর ফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৫ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষার ফল সোমবার (৩ এপ্রিল)বিকেল ৪টায় প্রকাশিত  হয়েছে। সারাদেশের ১৭২৯ টি কলেজের মোট ৬৯১ টি কেন্দ্রে ১,৬৯,০৩৪ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে ১,৬১,০৫৫ জন পাস করেছে। পাসের হার ৯৫.২৮%।আজ জাতীয় বিশ্ববিদ্যালয় সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিসূত্রে তথ্যটি নিশ্চিত হওয়া গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর ও পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd) ও (www.nubd.info) থেকে এবং যে কোন মোবাইল থেকে মেসেজ অপশনে গিয়ে nu<space>deg<space>reg লিখে ১৬২২২ নম্বরে Send করে ফলাফল পাওয়া যাবে ।প্রকাশিত ফলাফল  পুনঃনিরীক্ষণের জন্য ০৩ মে, ২০১৭ পর্যন্ত অনলাইনে (www.nubd.info) আবেদন করা যাবে।

Post MIddle

প্রেস বিজ্ঞপ্তিতে ১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল ভর্তির জন্য বিভিন্ন কোটায় আবেদনকারীদের তথ্য জমা প্রসঙ্গে আরও বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল ভর্তি কার্যক্রমে যে সকল প্রার্থী মুক্তিযোদ্ধার সন্তান/আদিবাসি/প্রতিবন্ধী/পোষ্য কোটায় আবেদন করেছে কিন্তু মেধা তালিকায় স্থান পায়নি অথবা স্থান পেয়েও ভর্তি হয়নি, তাদেরকে সংশ্লিষ্ট কোটার ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের ইস্যুকৃত মূল সনদ পত্রের সত্যায়িত কপি ও প্রাথমিক আবেদন ফরমসহ ডীন স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল বরাবর আগামী ১৫ এপ্রিল, ২০১৭-র মধ্যে অবশ্যই আবেদন সরাসরি বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট ওয়েবসাইট (www.admissions.nu.edu.bd অথবা nu.edu.bd/admissions)  লিঙ্কে গিয়ে এ সংক্রান্ত তথ্য পাওয়া যাবে।

পছন্দের আরো পোস্ট