যন্ত্রনা
ঠিক কি চাই? যা চাই না
মানতে চাই- অপেক্ষা, শুধু অপেক্ষা
কার নামে শুকায় দিন
লিখার টেবিল
বেচে থাকে যন্ত্রনা
আর না। ঠিক কি চাই? যা চাই না-
বলে দাও মুখ ফুটে
তিন বা দিন, খুব বেশি
তবুও জানতে চাই, লাগুক বাতাস
ঠিক কি চাই? যা চাই না
কার দেয়া সুখ ফুলে
ফুটে থাকে যন্ত্রনা