কুয়েট ছাত্রলীগের জঙ্গীবাদ বিরোধী মানববন্ধন
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) জঙ্গীবাদ ও মৌলবাদ বিরোধী মানববন্ধন কর্মসূচী পালন করেছে কুয়েট শাখা ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের পূর্বঘোষিত বিভিন্ন কর্মসূচীর অংশ হিসেবে কুয়েট শাখা ছাত্রলীগ সোমবার (৩ এপ্রিল) বিকালে ক্যাম্পাসের মুক্তিযুদ্ধের ভাস্কর্য “দুর্বার বাংলা” চত্ত¡রে এ কর্মসূচী পালন করে।
কুয়েট শাখা ছাত্রলীগের সভাপতি সাফায়েত হোসেন নয়ন ও সাধারণ সম্পাদক আলী ইমতিয়াজ সোহান এর নেতৃত্বে অনুষ্ঠিত এ কর্মসূচীতে কুয়েট শাখা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।