ইবিসাসের সভাপতি যুবাইর, সম্পাদক ফারুক
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০১৭ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি হিসেবে মোস্তফা যুবাইর আলম (বাসস) এবং সাধারণ সম্পাদক হিসেবে আব্দুল্লাহ আল ফারুক (ইনকিলাব) নির্বাচিত হয়েছেন।
শনিবার সকাল ৯টা থেকে ১০ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রেস কর্ণারে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে নির্বাচন কমিশনার ও ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. আনোয়ারুল হক ফলপ্রকাশ করেন। এতে সহ-সভাপতি হিসেবে রাশেদুন নবী রাশেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রনি, ট্রেজারার তবিবুর রহমান আকাশ, দপ্তর সম্পাদক কে.এম. মাহফুজুর রহমান মিশু, প্রচার সম্পাদক ইমরান শুভ্র মনোনীত হয়েছেন।
এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে সাইফুল্লাহ হিমেল, হুমায়ুন কবির জীবন, ইরফান মাহমুদ রানা, আশিকুর রহমান বনি মনোনীত হয়েছেন। নব-নির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, শাপলা ফোরাম, জিয়া পরিষদ, গ্রীণ ফোরাম, ছাত্রদল, ছাত্রলীগসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য রাজনৈতিক সংগঠন।