রাবির সমাজকর্ম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক সম্মেলন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সমাজকর্ম বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এর আগে বিভাগের শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম। বিশেষ অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সায়েন উদ্দিন আহমেদ ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীনস্ অধ্যাপক ফয়জার রহমান।
সমাজকর্ম বিভাগের অধ্যাপক শাহীদুর রহমান চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সমাজকর্ম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক অধ্যাপক ছাদেকুল আরেফিন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন রাজশাহীর ওয়াসা সচিব মো. সাদেকুল ইসলাম সৈকত, রাজশাহীর ইউসিবিএলের জেনারেল হেড মো. সেলিম রেজা খান, সমাজকর্ম বিভাগের অধ্যাপক আশরাফজ্জামান হোসেন, সমাজসেবা অধিদপ্তরের অবসরপ্রাপ্ত ডিডি মোজাম্মেল হোসেন প্রমুখ।
সম্মেলনে খসড়া গঠনতন্ত্র পাশ ও অ্যালামনাই অ্যাসোসিয়েশন কমিটি গঠন এবং সন্ধ্যায় কাজী নজরুল ইমলাম মিলনায়তনে সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়। এসময় বিভাগের শতাধিক প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।#