পল্লীকবি আন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতা’র উদ্বোধনী
ঢাকা বিশ্ববিদ্যালয় কবি জসীম উদ্দীন হল ডিবেটিং ক্লাব আয়োজিত “৯ম পল্লীকবি আন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতা’র উদ্বোধনী অনুষ্ঠান গতকাল (৩০ মার্চ ২০১৭) বৃহস্পতিবার সন্ধ্যায় হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির মডারেটর অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, কবি জসিম উদদীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. রহমত উল্লাহ প্রমুখ।