ম্যাপেল লিফের অধ্যক্ষ পাচ্ছেন এডুকেশন ওয়াচ অ্যাওয়ার্ড
এডুকেশন ওয়াচ অ্যাওয়ার্ড-২০১৬ এর জন্য মনোনীত হয়েছেন ম্যাপেল লিফ ইন্টারন্যাশনাল স্কুল-এর অধ্যক্ষ মিসেস জেবা আলী । আগামী ১০ এপ্রিল বিকাল ৫টায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে তাঁর হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কারটি তুলে দেওয়া হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। এডুকেশন ওয়াচ ও এটিএন বাংলার উপদেষ্টা নওয়াজিশ আলী খান-এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কোয়ালিটি এসুরেন্স ইউনিট-এর প্রধান অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মো. আখতারুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট-এর অধ্যাপক হোসনে আরা বেগম ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
দেশের শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরুপ ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পুরস্কারটি দিয়ে থাকে এডুকেশন ওয়াচ।
এ নিয়ে তৃতীয়বারের মতো দেওয়া হচ্ছে এই পুরস্কার। অতীতেও প্রতিবারই স্বচ্ছতা, বস্তুনিষ্ঠতা ও জবাবদিহিতা বজায় রেখেই পুরস্কারটি দেওয়া হয়েছে। ফলে এটি ইতিমধ্যে মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জন করেছে।