চুয়েটে মাদক বিরোধী র‌্যালি

বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুসরণে এ বিশ্ববিদ্যালয়কে মাদকের অভিশাপমুক্তকরণের চলমান প্রয়াসের অংশ হিসেবে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এ আজ (৩০ মার্চ) বৃহস্পতিবার মাদকবিরোধী এক সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়।

উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম মহোদয়ের নেতৃত্বে ও ২০১৭ সালের একুশে পদক প্রাপ্ত গুণী লেখক আবুল মোমেন এর উপস্থিতিতে অনুষ্ঠিতব্য র‌্যালিটি পুরকৌশল ভবনের সামনে থেকে শুরু হয়ে শিক্ষার্থীদের আবাসিক এলাকা হয়ে পুনরায় একই স্থানে গিয়ে সমাপ্ত হয়।

‘সবাই মিলে দেশকে ভালোবাসি, মাদকমুক্ত সমাজ গড়ি’, ‘আমাদের অঙ্গীকার, মাদকমুক্ত চুয়েট পরিবার’ প্রভৃতি স্লোগানে আয়োজিত র‌্যালিতে এ বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষক-শিক্ষার্থী, কর্মকতা-কর্মচারী অংশ নেন। এ সময় বিশ্ববিদ্যালয়ে চলমান মাদকবিরোধী কার্যক্রমে সকলের সার্বিক সহযোগিতা ও সক্রিয় ভূমিকা বিশেষভাবে কামনা করা হয়।

Post MIddle

এদিকে চুয়েটের সাংস্কৃতিক সংগঠন ‘জয়ধ্বনি’র উদ্যোগে আয়োজিত ৩য় আন্ত:বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক উৎসব আগামীকাল ৩০ মার্চ, বৃহস্পতিবার শুরু হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে ছিল আলোকচিত্র প্রতিযোগিতা, স্বল্পদৈঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা, থিয়েটার, সাংস্কৃতিক সন্ধ্যা, কনসার্ট প্রভৃতি। এতে চুয়েট ছাড়াও অংশ নিচ্ছে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয় ও সাদার্ন বিশ্ববিদ্যালয় প্রভৃতি। এ উপলক্ষে চুয়েট ক্যাম্পাসে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে চুয়েটের কেন্দ্রিয় অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানমালায় প্রধান অতিথি ছিলেন মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। চুয়েট জয়ধ্বনি’র উপদেষ্টা ও যন্ত্রকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. সজল চন্দ্র বনিকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন একুশে পদক প্রাপ্ত গুণী লেখক আবুল মোমেন, রেজিস্ট্রার (অতি:দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক, প্রথম আলো’র যুগ্ম সম্পাদক বিশ্বজিত চৌধুরী, বাতিঘর-এর উদ্যোক্তা দীপঙ্কর দাশ। স্বাগত বক্তব্য রাখেন জয়ধ্বনি’র মডারেটর ও স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক সজল চৌধুরী। এ সময় চুয়েট জয়ধ্বনি সভাপতি মো: ইসমাইল হোসেনসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

entry drug

পছন্দের আরো পোস্ট