ঢাবিতে গবেষণা গ্রন্থের মোড়ক উন্মোচন
ঢাকা বিশ্ববিদ্যালয় উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগ এবং উচ্চতর সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্রের আয়োজনে যুক্তরাষ্ট্রের আইজিএল গ্লোবাল প্রকাশনা কর্তৃক প্রকাশিত অধ্যাপক ড. নাজমুন্নেসা মাহতাব সম্পাদিত Discourse Analysis as a Tool for Understanding Gender Identity, Representation and Equality এবং Revealing Gender Inequalities and Perceptions in South Asian Countries Through Discourse Analysis শীর্ষক দু’টি গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান আজ (৩০ মার্চ ২০১৭) বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনস্থ মুজাফ্ফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।
উচ্চতর সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পরিচালক এবং সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাদেকা হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উইমেন ফর উইমেন এর সভাপতি মিজ জাকিয়া হাসান এবং সেন্টার ফর পলিসি ডায়ালগ এর নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে সম্মানিত অতিথি ছিলেন উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. নাজমা চৌধুরী। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন গ্রন্থ দু’টির প্রধান সম্পাদক ও উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. নাজমুন্নেসা মাহতাব।