কুয়েটে বিদায় সংবর্ধনা ও নবীন বরণ
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমান হলের ২০১২ ব্যাচের ছাত্রদের বিদায় সংবর্ধনা ও ২০১৬ ব্যাচের ছাত্রদের নবীনবরণ বুধবার রাতে হল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমান হলের প্রভোষ্ট প্রফেসর ড. পল্লব কুমার চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।
বিশেষ অতিথি ছিলেন পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. সোবহান মিয়া। অনুষ্ঠানে বিদায়ী ও নবীন শিক্ষার্থীসহ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা বক্তৃতা করেন। এসময় অতিথিবৃন্দ নবীন ছাত্রদের ফুল ও উপহার দিয়ে বরণ করে নেন এবং বিদায়ী গ্রাজুয়েটদের হাতে ক্রেস্ট তুলে দেন।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমান হলের সহকারী প্রভোস্ট, বিভিন্ন বিভাগের শিক্ষক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।