শাবিতে সেন্টার অব এক্সেলেন্স এর সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত
গতকাল ( ২৮ মার্চ) সকাল ১১টায় সেন্টার অব এক্সেলেন্স কর্তৃক আয়োজিত সায়েন্টিফিক সেমিনার সিরিজ এর ২নং সেমিনার অনুষ্ঠিত হয়। সেন্টার অব এক্সেলেন্স এর পরিচালক, প্রফেসর ড. মো. আখতারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে উপস্থিত ছিলেন সেন্টার অব এক্সেলেন্স এর সদস্য প্রফেসর ড. আব্দুল হান্নান, পদার্থ বিজ্ঞান বিভাগ, ড. এস. এম আবু সায়েম, সহযোগী অধ্যাপক, জি.ই.বি বিভাগ, ড. রোমেল আহমদ, সহযোগী অধ্যাপক, এফ.ই.এস বিভাগ।
টেকনিক্যাল সেশনে Homology modeling and molecular docking: an in silico approach to get insights of a protein and its interacting molecules সম্পর্কে পেপার প্রেজেন্টেশন করেন জিইবি বিভাগের সহযোগী অধ্যাপক, ড. মোহাম্মদ জাকির হোসেন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন সিইপি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: আব্দুল মোমেন, জিইবি বিভাগের সহযোগী অধ্যাপক , ড. মো: কামরুল ইসলাম, ড. মো: আব্দুল্লাহ আল মামুন, ড. মোহাম্মদ ফারুক মিয়া, সহকারী অধ্যাপক জোবেদা কনক খান, মো. আসিফ ইকবাল, প্রভাষক মো: জাভেদ ফয়সাল।
প্রফেসর ড. মো. আখতারুল ইসলাম এর ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সেমিনারের সমাপ্তি হয়।