রাবিতে চলছে শিল্পকর্ম প্রদর্শনী
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) তিন দিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বরেন্দ্র আর্ট সোসাইটির উদ্যোগে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় এ প্রদর্শনীর উদ্বোধন করেন রাবির বাংলা বিভাগের অধ্যাপক ও বিশিষ্ট সাহিত্যিক জুলফিকার মতিন।বরেন্দ্র আর্ট সোসাইটির সদস্যদের তৈরি করা প্রায় ৫০টি শিল্পকর্ম নিয়ে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই প্রদর্শনী চালু থাকবে।
প্রদর্শনীর উদ্বোধনীতে বিশেষ অতিথি ছিলেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মোস্তাফিজুর রহমান, চিত্রকলা প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের অধ্যাপক সিদ্ধার্থ শঙ্কর তালুকদার, রাজশাহী চারুকলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. রেজাউল ইসলাম, প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট ও রাজশাহীর পিএন গার্লস হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক চিত্র শিল্পি আশিকুল আশেকিন।
এসময় জুলফিকার মতিন বলেন, চিত্রশিল্প এমন একটা জিনিস, যার ভেতর দিয়ে মানুষ প্রথম মনের ভাব প্রকাশ করতে শিখেছে। ভাষা শেখারও আগে মানুষ তার মনের ভাব প্রকাশ করার জন্য ছবি আঁকতে শিখেছে।
তিনি আরো বলেন, শিল্পের নান্দনিকতা যখন আমরা এগিয়ে নিতে পারবো, এটার অনুশীলন আমাদের জীবনে যত বেশি হবে, ততই আমরা পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠতে পারবো। আমাদের জীবনে সমাজে যে প্রতিকূলতা রয়েছে, মানবতাবিরোধী যে শক্তি রয়েছে, সেগুলোকে দূর করার জন্য আজকাল আমরা অহরহ স্লোগান দিয়ে যাচ্ছি। কিন্তু বিষয়টা হলো মানুষের চিত্তের পরিবর্তন, ভাবনার পরিবর্তন এবং তার যে পরিপ্রেক্ষিত তৈরি করা, সেটাই আসলে প্রধান।
প্রসঙ্গত, ২০১৬ সালের ১৮ আগস্ট যাত্রা শুরু করে বরেন্দ্র আর্ট সোসাইটি।##