বাকৃবিতে ‘মাল্টিমিডিয়া প্রজেক্টর চালানো ও রক্ষণাবেক্ষণ’ শীর্ষক কর্মশালা
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল(আইকিউএসি) কর্তৃক আয়োজিত উচ্চ শিক্ষা মানোন্নয়নের জন্য ‘মাল্টিমিডিয়া প্রজেক্টর চালানো ও রক্ষণাবেক্ষণ’ শীর্ষক বাকৃবি কর্মচারিদের নিয়ে দিনব্যাপী এক কর্মশালা গতকাল (২৯ মার্চ) বুধবার বাকৃবি লাইব্রেরীর কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর পরিচালক প্রফেসর ড. মোঃ ছোলায়মান আলী ফকির এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাকৃবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ জয়নাল আবেদীন এবং প্রফেসর ড. সুকুমার সাহা ।
কর্মশালায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ড মোঃ নেছার উদ্দিন ও সাকশেস কম্পিউটার্স এন্ড ইঞ্জিনিয়ার্স এর সিইও মোহাম্মদ ইসমাইল হোসেন তপন। বক্তারা বলেন, মাল্টিমিডিয়া পরিচালনা ও রক্ষণাবেক্ষণে আজকের কর্মশালা ভূমিকা রাখবে। কর্মশালা থেকে অর্জিত জ্ঞাণ নিজ নিজ কর্মক্ষেত্রে কাজে লাগাতে হবে।
কর্মশালায় বাকৃবির বিভিন্ন বিভাগের ৫২ জন কর্মচারি এতে অংশ গ্রহণ করেণ।