ইস্টার্ন ইউনিভার্সিটিতে মহান স্বাধীনতা দিবস ২০১৭ উদযাপিত
ইস্টার্ন ইউনিভার্সিটি (ইইউ) মহান স্বাধীনতা দিবস ২০১৭ উপলক্ষে (২৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। ইইউ উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হান্নান চৌধুরী। উপস্থিত ছিলেন ডীন, চেয়ারপার্সন, শিক্ষক, কর্মকর্তা ও ছাত্র-ছাত্রীবৃন্দ। এর আগে ২৬ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
প্রধান অতিথি তাঁর বক্তৃতায় মুক্তিযুদ্ধকালীন সময়ের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, সুখী, সমৃদ্ধ, ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলাদেশ গঠনে সবার আগে নিজেকে এগিয়ে আসতে হবে। তবেই কেবল জাতি হিসেবে আমরা হবো পরিপূর্ণ স্বাধীন ও আত্মনির্ভরশীল।