জেনেটিক পলিটেকনিকে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরনী

২দিন ব্যাপী নানাকর্মসূচি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষ দিন ২৭ মার্চ সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো. আমিনুল ইসলাম টুটুল। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পর্ষদ সভাপতি আলহাজ্ব মো. আবদুল মতিন খলিফার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদা আখতার, কুমিল্লা পলিটেকনিক ইন্সটিটিউটের ভাইস প্রিন্সিপাল প্রকৌশলী রাকিবুল মো. রাকিব উল্লাহ, ব্যবস্থাপনা কমিটির সদস্য ডা. ওয়াহেদুর রহমান, পুলিশ লাইন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তফাজ্জল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মো. আমিনুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জিপিএ-৫ পাওয়ার লক্ষ্যেই নয়, প্রকৃত জ্ঞান অর্জন ও ভালো মানুষ হওয়ার লক্ষ্য নিয়ে পড়াশোনা করতে হবে। অনুষ্ঠানের বিশেষ অতিথি চৌদ্দগ্রাম উপজেলা পর্ষদ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদা আখতার বলেন কারিগরি শিক্ষায় জেনেটিক এর পথচলা সেই নব্বই দশকের শুরুতে। তখনো মানুষ কম্পিউটারের প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারেনি।

Post MIddle

প্রতিষ্ঠানটি এগিয়ে চলেছে সুনামের সহিত। কুমিল্লা পলিটেকনিক ইন্সটিটিউটের উপাধ্যক্ষ প্রকৌশলী রাকিব উল্লাহ বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা সারা বিশ্বব্যাপী সমাধৃত। এ শিক্ষায় শিক্ষিত হলে কাউকে বেকার থাকতে হয়না। জেনেটিক পলিটেকনিক ইন্সটিটিউট মানসম্মত কারিগরি শিক্ষা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। অনুষ্ঠানে সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

এছাড়াও ২য়পর্ব সমাপনী পরীক্ষা ও ৪র্থ পর্ব সমাপনী পরীক্ষায় ১ম থেকে ৩য়স্থান অর্জনকারী শিক্ষার্থীদের কৃতিত্বের স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন ইনফরমেশন অফিসার স্বপ্না আক্তার।

পছন্দের আরো পোস্ট