আমরা মানুষ নয়; ৪৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইটের লালচে আভা যার অতি অল্প পরিবেশে গড়ে ওঠে স্বর্গীয় সম্পর্ক। দেশের একমাত্র ক্যাম্পাস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেখানে দেশের বিভিন্ন জায়গা থেকে প্রতিবছরই হাজার হাজার ছাত্র-ছাত্রী ভর্তি হয়; শুরু হয় তাদের জীবন গড়ার কাহিনী।জীবনের এই ছোট গল্পে তাদের জীবনের সাথে জড়িয়ে পরে ছোট একটি ঘর,ঘরটিই যেন তাহার আশ্রয়, আশ্রয়ের নাম গণরুম। গনরুমের অর্থের ভ্যাবাচিকা বাদ দিয়ে বললে, মনের সকল প্রকার সৌখিনতা, ভাব আদান-প্রদানের মাধ্যমেই যেন হয়ে ওঠে এই গনরুম। ঠিক তেমনি ২০১৫-১৬ সেশনের ছাত্র-ছাত্রীরাও গনরুম করতে থাকে। সময়ের সাথে সাথে রুমটির সাথে গভীরতাও বেড়ে যায়,বেড়ে যায় বন্ধুত্ব, ভালোবাসা।

Post MIddle

ভালোবাসা সৃষ্টি হয় এই গনরুমের প্রতি,ভালোবাসা তৈরি হয় ব্যাচটির প্রতি।ব্যাচ টাই যেন তাদের পরিচিতির একমাত্র মাধ্যম হয়ে যায়। যেটি পৃথিবীর কোনো ক্যাম্পাসে নেই।বর্তমানে, অতীতে,বা ভবিষ্যতেও এর কোন নজির হয়ত জাবির ক্যাম্পাসের মতো পাওয়া যাবে না।সময়ের হাল ছেড়ে দেয় পাল, নতুন ব্যাচের আগমনে ছেড়ে দিতে হয় ভালবাসার ঘরটি, কিন্তু যাওয়ার সময় তাদের নজির রেখে যায়-নিজের প্রতি; ব্যাচের প্রতি ভালোবাসার আস্থার জায়গা থেকে।তেমনি রেখে গেছে ৪৫ ব্যাচ,যা শুধু তাদের ভালোবাসাই প্রকাশ করে না, করে তাদের সৌখিনতার দিকটাও-
“আমরা মানুষ না আমরা ৪৫ ব্যাচ”
এটাই যেন তাদের পরিচয়।এই পরিচয়ই তাদের জীবন হয়ে ওঠে;আবেগ হয়ে যায়;ভালোবাসা ভালোলাগার জাবি ক্যাম্পাস।#

পছন্দের আরো পোস্ট