প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেলেন জাবির যে চার ছাত্রী
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারটি অনুষদের সম্মান শ্রেণির পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ পাওয়ায় চার ছাত্রী প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেয়েছেন। সোমবার (২৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পদকপ্রাপ্তরা। এ সময় বিশ্ববিদ্যালয় কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল খায়ের প্রমুখ উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে উপাচার্য তাদের অভিনন্দন জানিয়ে বলেন, তোমরা এই বিশ্ববিদ্যালয়ের গর্ব। দেশ ও জাতি তোমাদের দিকে চেয়ে আছে। তোমরা জাতির আশা-আকাঙ্ক্ষা পূরণ করবে।
পদকপ্রাপ্তরা হলেন, বিজনেস স্টাডিজ অনুষদ থেকে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের আসমা আহমেদ, কলা ও মানবিক অনুষদ থেকে আন্তর্জাতিক সম্পর্কের ফাতেমা তুজ জোহরা, সমাজ বিজ্ঞান অনুষদ থেকে লোক প্রশাসনের জাকিয়া হোসেন দ্যুতি এবং গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ থেকে রসায়ন বিভাগের সুমাইয়া খান।
বুধবার (২২ মার্চ) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উদ্যোগে প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হলে তাদের এ স্বর্ণপদক দেওয়া হয়।