ঢাবি সুফিয়া কামাল হলে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা
ঢাকা বিশ্ববিদ্যালয় কবি সুফিয়া কামাল হলের ৩য় বার্ষিক ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল (২৭ মার্চ ২০১৭) সোমবার সন্ধ্যায় হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বিজয়ী শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেন।
কবি সুফিয়া কামাল হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিতা রেজওয়ানা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে হলের আবাসিক শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।