রাবিতে মুক্তিযুদ্ধভিত্তিক চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুই দিনব্যাপী মুক্তিযুদ্ধের ইতিহাসভিত্তিক স্থিরচিত্র প্রদর্শনী আয়োজন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাবি শাখা। সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে এ প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক গৌতম দত্ত।প্রদর্শনীতে ১০১ টি স্থিরচিত্র স্থান পেয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এ প্রদর্শনী চলবে।

Post MIddle

এ সময় বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি এ এম শাকিল বলেন, ‘মুক্তিযুদ্ধে ন্যাপ ছাত্র ইউনিয়নের গেরিলা বাহিনী সরাসরি মুক্তিযুদ্ধ করেছে । বর্তমানে তাদের সঠিক সম্মাননা ও স্বীকৃতি দিয়ে বাংলাদেশের মুক্তিসংগ্রামের সঠিক ইতিহাস সবার সামনে তুলে ধরতে হবে। ইতিহাস বিকৃতিকারীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।’

উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনা করেন রাবি শাখা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহমুদুল আসিফ। এসময় উপস্থিত ছিলেন রাবি ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মিনহাজুল আবেদীন, বর্তমান দপ্তর সম্পাদক তাজুল ইসলামসহ ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।##

পছন্দের আরো পোস্ট