রাবি ছাত্র ফেডারেশনের নতুন কমিটি ঘোষণা
কিংশুক কিঞ্জলকে সভাপতি ও তমাশ্রী দাসকে সাধারণ সম্পাদক করে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্র ফেডারেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।শনিবার দুপুরে ফেডারেশনের দুই দিনব্যাপী ৭ম সম্মেলনে এ কমিটি ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল।
২১ সদস্যের এই কমিটিতে সহ-সভাপতি সবুজ সেন, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ, অর্থ সম্পাদক কনক খান, দফতর ও পাঠাগার সম্পাদক আহসানুল হক সোয়াদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ই¯্রাফিল আলম এবং রাজনৈতিক শিক্ষা সম্পাদক মোহাব্বত হোসাইনকে নির্বাচিত করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় রাজনৈতিক পরিষদের সদস্য আবু হাসান রুবেল, কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য অ্যাড. মুরাদ মোরশেদ, রাবির ফোকলোর বিভাগের সহকারী অধ্যাপক ড. আমিরুল ইসলাম কনক প্রমুখ।##