“রক্তাক্ত ২৫ মার্চ : গণহত্যার ইতিবৃত্ত” শীর্ষক আলোচনা সভা
বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আজ (২৫ মার্চ ২০১৭) শনিবার সকালে সোহ্রাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভ প্রাঙ্গণে দু’দিনব্যাপী “রক্তাক্ত ২৫ মার্চ : গণহত্যার ইতিবৃত্ত” শীর্ষক এক আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. মাহমুদ রেজা খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক মোজাম্মেল হক এমপি, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজানুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন।