মোরেলগঞ্জের সোনাখালীতে বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরণী
বাগেরহাটের মোরেলগঞ্জ সোনাখালী মহব্বত আলী মাধ্যমিক বিদ্যালয় ও সোনাখালী শিশু শিক্ষা নিকেতনের বার্ষিক ক্রীড়া সাংষ্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ মোজাম্মেল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড.শাহ-ই্-আলম বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন তালুকদার, আফরোজা আকতার, নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, থানা অফিসার ইন চার্জ মোঃ রাশেদুল আলম, ইউপি চেয়ারম্যান শাহ চাঁন মিয়া শামীম, অধ্যাপক আশফাত-ই-আলম, ডাঃ সিরাজুম মুনিরা।
ম্যানেজিং কমিটির সভাপতি খলিলুর রহমান শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগ ইউনিয়ন সভাপতি মাওলানা আব্দুল কাদের, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ শাকিল, আলহাজ্ব আব্দুস সোবাহান শিকদার। স্বাগত বক্তব্য রাখেন বাবু রতন কুমার দে। এর আগে সকালে গণহত্যা দিবস উপলক্ষে জিউধরা ইউনিয়নের লক্ষ্মীখালীতে বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড.শাহ-ই্-আলম বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার, জেলা পরিষদ সদস্য আফরোজা আকতার, মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী খান, থানা অফিসার ইন চার্জ মোঃ রাশেদুল আলম, উপজেলা কৃষি অফিসার অনুপম রায়, সমাজসেবা অফিসার মঞ্জুরুল হাচান প্রমুখ।