হাবিপ্রবিতে ২য় ব্যাচের পূর্নমিলনীতে তারুন্যের উচ্ছ্বাস
গতকাল (২৪মার্চ) শুক্রবার হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২য় ব্যাচের পূর্নমিলনী অনুষ্ঠিত হয়েছে।সকাল থেকে নানান আয়োজনের মধ্য দিয়ে এই দিনটি উউদযাপন করে বিশ্ববিদ্যালয়ের ২য় ব্যাচ।সকাল থেকে স্মৃতি চারন সভা র্যালীর, প্রীতি ফুটবল ম্যাচ, এবং সন্ধ্যা য় বিশ্ববিদ্যালয় ব্যান্ড টার্বো কেটার এর মনমাতানো কন্সার্ট সহ নানান আয়োজনের মধ্য দিয়ে ক্যাম্পাস মাতায় বিশ্ববিদ্যালয় এর ২য় অগ্রজ রা। সাথে ছিল বিশ্ববিদ্যালয়ে অবস্থান রত বিভিন্ন সংগঠনের নেত্রী বৃন্দ সহ সকল শিক্ষার্থী।তারা সারা ক্যাম্পাস ব্যান্ড পাটি বাজিয়ে নেচে গেয়ে মাতিয়ে তুলেন।
সকালে স্মৃতি চারন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড.মু আবুল কাশেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোঃ রুহুল আমিন,এছাড়া ও আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড.এ টি এম শফিকুল ইসলাম, প্রফেসর ড.আনিস খান,প্রফেসর ড.মিজানুর রহমান, প্রফেসর ড.বলরাম রায়,প্রফেসর ড.আতাউর রহমান,প্রফেসর ড.আব্দুল আহাদ। সভাপতিত্ব করেন ২য় ব্যাচের ছাত্র বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও শিক্ষক সাদেকুর রহমান।অনুষ্ঠান টি সঞ্চালনা করেন কাবিদ আহমেদ মানিক।