অরণির নতুন সভাপতি তাপস, সম্পাদক মাসুদ
তাপস কুমার রায়কে সভাপতি ও মাসুদ রানাকে সাধারণ সম্পাদক করে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) অরণি সাংস্কৃতিক সংগঠনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের রাকসু ভবনে ১৩ সদস্য বিশিষ্ট এ নতুন কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি অঘ্র অধিকারী, সাংগঠনিক সম্পাদক সোনিয়া সুলতানা, প্রচার সম্পাদক আক্তার বানু পলি, দপ্তর সম্পাদক জেসমিন আক্তার মনি ও সাংস্কৃতিক সম্পাদক শামীম রেজা।
তাপস কুমার রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক ও অরণির প্রধান উপদেষ্টা আমানুল হক, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিটির পরিচালক গোলাম কিবরিয়া, আইন বিভাগের অধ্যাপক হাসিবুল আলম প্রধান প্রমুখ।##