মোরেলগঞ্জে পানি দিবসে স্কুল পর্যায়ে আলোচনা ও রচনা প্রতিযোগীতা
বাগেরহাটের মোরেলগঞ্জ বিশ্ব পানি দিবস উপলক্ষ্যে বুধবার উপজেলার ৬টি স্কুলে উপলক্ষ্যে আলোচনা সভা , রচনা প্রতিযোগীতায় ও বিজয়ীদের মাঝে পুরষ্কার বিরতণ করা হয়েছে।হ্যালভিটাস সুইস ইন্টারকো অপারেশনের সহায়তায় বেসরকারী উন্নয়নসংস্থা ‘র্ডপ’বাস্তবায়িত‘পানিই জীবন’ প্রকল্পের আওতায় কর্মসূচীগুলো উদযাপন করা হয়।
মোরেলগঞ্জ সদর ইউনিয়নের বাদুরতলা চৌদ্দঘর ফকিরবাড়ি দাখিল মাদ্রাসা,বারইখালীর দক্ষিণ সুতালড়ী এইচ এম জে কেএম মাধ্যমিক বিদ্যালয়,নিশানবাড়িয়ার গুলিশাখালী রফিজ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়,বহরবুনিয়ার বিপিন কমল নিন্ম মাধ্যমিক বিদ্যালয়, জিউধারার হাজী রাজাউল্লাহ্ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় ও খাউলিয়ার সন্ন্যাসী মাধ্যমিকবালিকা বিদ্যালয়ে স্থানীয় পানি সমস্যা নিয়ে আলোচনা ও পুরষ্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানগুলোতে র্ডপ’র প্রোগ্রাম সমন্বয়কারী আমির খসরু, মিডিয়া ম্যানেজার আ হ ম ফয়সল, উপজেলা সমন্বয়কারী মোঃ আবুসায়েম হোসেন, বিডিপিসির ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ সামাদ মিয়া, প্রমূখ উপস্থিত ছিলেন।