হাবিপ্রবিতে ভর্তিচ্ছুসহ তিন জন আটক
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (২০১৬-১৭) শিক্ষাবর্ষের প্রথম দুই দিনের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন হলেও তৃতীয় দিনে ভর্তি পরীক্ষা জালিয়াতিতে দুই জনকে আটক করা হয়েছে। এ সময় এক জন ভর্তিচ্ছু শিক্ষার্থীকে আটক করা হয়।
এফ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে একাডেমিক-১ ভবন থেকে তাদের আটক করা হয়। এদের মধ্যে একজন অাশরাফুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় ও দ্বিতীয় জন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আটককৃত ভর্তিচ্ছু হলেন রিয়াজুল ইসলাম। বিশ্ববিদ্যায় প্রশাসন সূত্রে এসব তথ্য জানা গেছে।