সাদার্ন ইউনিভার্সিটির ব্যাডমিন্টন ফেস্ট’র পুরস্কার বিতরণ
সাদার্ন ইউনিভার্সিটি ব্যাডমিন্টন ফেস্ট -২০১৭ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ মঙ্গলবার ইউনিভাসিটির হল রুমে অনুষ্ঠিত হয়েছে। ব্যাডমিন্টন ফেস্ট আয়োজক কমিটির চেয়ারম্যান আলী ইকরামের রমির সভাপতিত্বে এবং সদস্য সচিব সাইফুল্লাহ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. নুরুল মোস্তফা।
আরও উপস্থিত ছিলেন সাদার্ন ইউনিভার্সিটির উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা প্রফেসর সরওয়ার জাহান, উপ-উপাচার্য প্রফেসর ইঞ্জিনিয়ার এম আলী আশরাফ, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ ও কর্মকর্তাসহ শিক্ষার্থীরা।
উল্লেখ্য, চারদিনব্যাপী এই প্রতিযোগিতায় সাদার্ন ইউনিভার্সিটির শতাধিক ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারি অংশগ্রহণ করেন।