মাভাবিপ্রবিতে বৃহত্তর কুমিল্লা জোনের নবীনবরণ অনুষ্ঠিত
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(মাভাবিপ্রবি) অধ্যয়নরত বৃহত্তর কুমিল্লা অঞ্চলের শিক্ষার্থীদের সংগঠন এসোসিয়েশন অব বি’বারীয়া কুমিল্লা চাঁদপুরের (এবিসি) নবীনবরণ মঙ্গলবার বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সেমিনার রুমে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ফণি ভ’ষণ বিশ্বাস, পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ দিদারুল ইসলাম,ফার্মেসী বিভাগের প্রভাষক ইসরাত জাহান ইরা। এছাড়াও উপস্থিত ছিলেন,কুমিল্লা জোনের সিনিয়র সদস্য নাহিদ খান, ফাহাদ হোসেন, রাসেল হোসেন, যৌতুক এবং সাইফুল মজুমদার প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা মাভাবিপ্রবিতে অধ্যয়নরত বৃহত্তর কুমিল্লা অঞ্চলের শিক্ষার্থীদের প্রতি উপদেশমূলক বক্তব্য প্রদান করেন।পরে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষিত হয়। সাংস্কৃতিক সন্ধ্যায় ফুটে উঠে বৃহত্তর কুমিল্লা অঞ্চলের ইতিহাস-কৃষ্টি-ঐতিহ্য।