২৩৩ জন মেধাবী ছাত্র-ছাত্রী এবছর প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের উদ্যোগে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৩ ও ২০১৪’ প্রদান অনুষ্ঠান আজ (২২ মার্চ ) সকাল ১০ টায় প্রধানমন্ত্রীর কার্যালয়স্থ শাপলা হলে অনুষ্ঠিত হবে। দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে সর্বোচ্চ নম্বর/সিজিপিএ প্রাপ্ত ২৩৩ জন মেধাবী ছাত্র-ছাত্রী এবছর প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতী শিক্ষার্থীদের মাঝে স্বর্ণপদক বিতরণ করবেন। মাননীয় শিক্ষা মন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ, এমপি, বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান। ২০১৩ সালের জন্য ১১০ জন এবং ২০১৪ সালের জন্য ১২৩ জন কৃতী শিক্ষার্থী এই স্বর্ণপদক পাচ্ছেন।
উল্লেখ যে, দেশের বিশ্ববিদ্যালয়সমূহে অধ্যয়নরত শিক্ষার্থীদের আরও অধিকতর শিক্ষায় মনোনিবেশ করে ভাল ফলাফল ও যুগোপযোগী জ্ঞান অর্জনে উৎসাহ প্রদানের জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের উদ্যোগে ২০০৫ সালে প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রবর্তন করা হয়। ২০০৫ সালে প্রথমবারের মতো পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৫৭ জন শিক্ষার্থীকে প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, সচিব, ইউজিসি’র সাবেক চেয়ারমেন, ইউজিসি’র বর্তমান ও সাবেক সদস্য, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিশিষ্ট শিক্ষাবিদ, স্বর্ণপদকপ্রাপ্তদের অভিভাবকবৃন্দ এবং ইউজিসি’র কর্মকর্তাবৃন্দ, অন্যান্যের মধ্যে উপস্থিত থাকবেন।