বাউবিতে ওরিয়েন্টেশন

বাংলাদেশ উ›মুক্ত বিশ্ববিদ্যালয় দূরশিক্ষণে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের ৪র্থ ব্যাচের (২০১৬-২০১৭) ওরিয়েন্টেশন বিশ্ববিদ্যালয়ের ঢাকা আঞ্চলিক কেন্দ্রে রবিবার (১৯ মার্চ, ২০১৭) সকালে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের স্কুল অভ সায়েন্স এন্ড টেকনোলজির ডিন অধ্যাপক ড. কে.এম. রেজানুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন প্রো-উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন। প্রধান অতিথির ভাষণে প্রো-উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের এ শিক্ষা প্রোগ্রামটি তথ্য প্রযুক্তি নির্ভর এবং সময়পযোগী কারিকুলাম সমন্বিত একটি শিক্ষা প্রোগ্রাম।

এই প্রোগ্রামে শিক্ষা গ্রহণ করে শিক্ষার্থীরা দক্ষ জনশক্তিতে পরিণত হয়ে দেশ গড়ায় ভূমিকা রাখতে সক্ষম হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ট্রেজারার অধ্যাপক ড. আশফাক হোসেন ও ইসলামিক ইন্সিটিটিউট অব টেকনোলজি (আইইউটি) এর কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোঃ মোত্তালিব।

Post MIddle

ওরিয়েন্টেশন প্রোগ্রামে শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বক্তৃতা দেন ডিন স্কুল অব সায়েন্স এন্ড টেকনোলজি অধ্যাপক ড. মোঃ রেজানুর রহমান। ওরিয়েন্টেশন প্রোগ্রামে অন্যান্য ব্যাচের শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। ১৪০ জন নবীন শিক্ষার্থী এ ওরিয়েন্টেশন প্রোগ্রামে অংশ নেন।

অনুষ্ঠানে স্কুল অব সায়েন্স এন্ড টেকনোলজীর শিক্ষক, কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পছন্দের আরো পোস্ট