১ লক্ষ মাদ্রাসায় টয়লেট হচ্ছে

ভারতের ১ লক্ষ মাদ্রাসায় টয়লেট বানিয়ে দেবে মোদী সরকার। শনিবার একথা জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভি। আগামী অর্থবর্ষের মধ্যেই ওইসব টয়লেট বানানোর কাজ শেষ হয়ে ‌যাবে বলে জানিয়েছেন তিনি। সম্প্রতি তিনি ভারতের মাদ্রাসাগুলিকে আধুনিক করা হবে বলে জানিয়েছিলেন। ওইসব মাদ্রাসায় বিজ্ঞান ও অন্যান্য বিষয় পড়ানোর পক্ষে মত দিয়েছেন নকভি। টয়লেট তৈরি সেই আধুনিকীকরণের অংশ বলে মনে করা হচ্ছে।

একটি সমীক্ষায় গত বছর বলা হয়, ভারতে একাধিক রোগের প্রকোপের পেছন রয়েছে খোলা জায়গায় মলত্যাগ। আর এই অভ্যাসের পিছনে আর্থিক অসঙ্গতির কোন সম্পর্ক নেই। রয়েছে পুরনো অভ্যাস। ওই সমীক্ষায় বলা হয়, খোলা জায়গায় মলত্যাগের ফলে ভারতে ডায়রিয়ার মতো রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে। ভারতের যেসব পরিবারের সদস্যরা খোলা জায়গায় মলত্যাগ করেন না তাদের আয়ু অনেকটাই বেশি।

Post MIddle

২০১৪ সালে ২ অক্টোবর ভারতে স্বচ্ছ ভারত অভি‌যানের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত বছর ভারতের কেন্দ্রীয় সরকার গোটা দেশে ৮০ লাখ টয়লেট বানিয়ে দিয়েছে।

সূত্র: কলকাতা টুয়েন্টিফোর।

পছন্দের আরো পোস্ট