ইউসিবি পাবলিক পার্লামেন্ট বির্তক প্রতিযোগীতায় চ্যাম্পিয়ান ইবি
ইউসিবি পাবলিক পার্লামেন্ট-২০১৭ বিতর্ক প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক দল। গত শনিবার ডিবেট ফর ডেমোক্রেসি ও এটিএন বাংলার যৌথ আয়োজনে ঢাকার বিএফডিসি স্টুডিওতে প্রিমিয়ার ইউনিভার্সিটি অব চিটাগাংকে হারিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় এ গৌরব অর্জন করে।
বিতর্ক প্রতিযোগীতায় আলোচ্য বিষয় ছিল বর্তমান পরিস্থিতিতে গনতন্ত্রের চেয়ে উন্নয়নই মুখ্য। বিষয়টিকে সামনে রেখে সরকারী দল হিসাবে প্রতিযোগীতা করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বির্তাকিক দল। ইসলামী বিশ্ববিদ্যালয়ের পক্ষে প্রধানমন্ত্রী ছিলেন ইসমত জেরিন, মন্ত্রী হিসাবে শাহিদা আক্তার আশা এবং সংসদ সদস্য হিসাবে মুসা বিন আয়াতুল্লাহ বিতর্ক করেন।
বিতর্ক প্রতিযোগীতায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের পক্ষে সার্বিক তত্বাবধানে ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (আইইউডিএস) এর মডারেটর ইংরেজি বিভাগের শিক্ষক প্রফেসর ড. মামুনুর রহমান ও সহকারী মডারেটর সাজ্জাদ হোসেন জাহিদ। ইউসিবি পাবলিক পার্লামেন্ট-২০১৭ বিতর্ক প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় বিজয়ী দলকে অভিনন্দন জানিয়েছেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-উর-রশিদ, প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শাহিনুর রহমান ও ট্রেজারাার প্রফেসর ড সেলিম তোহা।