সাতক্ষীরায় সুন্দর হাতের লেখা, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা
মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষ্যে সাতক্ষীরায় সুন্দর হাতের লেখা, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে সাতক্ষীরা পাবলিক লাইব্রেরির পাঠ কক্ষে এ প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
প্রতিযোগিতায় ক গ্রুপে প্লে-২য় শ্রেণি পর্যন্ত সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা, খ গ্রুপে ৩য় থেকে ৫ম শ্রেণি পর্যন্ত চিত্রাংকন প্রতিযোগিতা এবং গ গ্রুপে ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’র উপর রচনা প্রতিযোগিতা হয়। এসময় উপস্থিত ছিলেন- সহ সভাপতি অধ্যাপক আব্দুল হামিদ, গাজী আবুল কাশেম, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, তৃপ্তি মোহন মল্লিক, প্রভাষক রেজাউল করিম, শেখ তৌহিদুর রহমান ডাবলু, মো. আমিনুল হক প্রমুখ।