ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের নতুন কমিটি
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্র ইউনিয়নের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন রেজুয়ান আহমেদ ও সাধারণ সম্পাদক শাহাদাত তিমিরি। আগামী এক বছরের জন্য এ কমিটি গঠন করা হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, পুঁজিবাদী আগ্রাসনে বিপন্ন প্রাণ-প্রকৃতি-শিক্ষা খাত বিশ্বগ্রাসী দানবটাকে রুখতে রাখো হাতে হাতে” এই স্লোগানকে ধারণ করে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মুক্ত বাংলায় ছাত্র ইউনিয়নের ১৪তম সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়।
কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জি এম জিলানী শুভ।
সম্মেলন শেষে কাউন্সিলের মাধ্যমে পরিসংখ্যান বিভাগের রেজুয়ান আহমেদকে সভাপতি ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শাহাদৎ তিমিরিকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আল আমিন সরদার, এনামুল হক, সহ-সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক মারুফ ওহাব, শিক্ষা, গবেষণা ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাগর বিশ্বাস, কোষাধ্যাক্ষ ও সাংস্কৃতিক সম্পাদক রুমি নোমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসানুজ্জামান বিজয়, সমাজকল্যাণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক অভ্র কানন।