বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে আলোচনা সভা

মেট্রোপলিটন ইউনিভার্সিটি, সিলেটের উপাচার্য প্রফেসর অধ্যাপক ড. সালেহ উদ্দিন বলেছেন, ‘মাটি ও মানুষের সাথে ঘনিষ্ট সম্পর্ক ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। তাঁর অসমাপ্ত আত্মজীবনী পড়লেই এটা স্পষ্টভাবে বুঝা যায়।’তিনি বলেন, ‘মধ্যগগনে সূর্যকে যেমন অস্বীকার করা যায় না, তেমনি বাংলাদেশের জন্য বঙ্গবন্ধুর ভূমিকা অস্বীকার করা যায় না।’

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মবার্ষিকী (১৭ মার্চ) ও জাতীয় শিশু দিবসকে সামনে রেখে বৃহস্পতিবার মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অধ্যাপক ড. সালেহ উদ্দিন।

সভায় তিনি আরো বলেন, ‘বঙ্গবন্ধুর নাম ব্যবহার করে বিভিন্ন পরিষদ, সংগঠন, গোষ্ঠী রয়েছে। নিজেদের ভন্ডামির কাজে আমরা আমাদের মহান নেতার নামকে ব্যবহার করছি। এসব বন্ধ করতে হবে। বঙ্গবন্ধুর আদর্শকে বুঝতে ও ধারণ করতে হবে।’

Post MIddle

মেট্রোপলিটন ইউনিভার্সিটির স্কুল অব ল’র ডিন অধ্যাপক ড. এম রবিউল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় মুখ্য আলোচকের বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইমেরিটাস ভাষাসৈনিক অধ্যাপক আবদুল আজিজ বলেন, ‘শেখ মুজিবের সৃষ্টি হয়েছে বলেই বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হয়েছে। এটি যতো দ্রুত সবাই মেনে নেবে, ততোই দেশের মঙ্গল। বঙ্গবন্ধু অত্যুজ্জ্বল এক নক্ষত্র।’ অধ্যাপক আজিজ বলেন, ‘শেখ মুজিবুর রহমান যৌবনে যে প্রতিবাদী পতাকা হাতে তুলে নেন, সে পতাকা নামানোর সময় হয়নি তাঁর। জাতির পিতার নাম মুছে ফেলার ষড়যন্ত্র হয়েছে, তাঁর অবদানকে অস্বীকার করার অপচেষ্টা চালানো হয়েছে, কিন্তু ইচ্ছে করলেই বঙ্গবন্ধুর নাম মুছে ফেলা যাবে না।’

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. শিব প্রসাদ সেন, ব্যবসা ও অর্থনীতি অনুষদের ডিন অধ্যাপক ড. তাহের বিল্লাল খলিফা, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সুরেশ রঞ্জন বসাক, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. নজরুল হক চৌধুরী প্রমুখ।

আলোচনা সভার পর শিশু আইনের উপর ভিত্তি করে স্লাইড শো, ‘অমানিশার আলোয় দিশা’ ‘এ পেয়ার অব ইনোসেন্ট আইজ’ ‘ছেঁড়া ঘুড়ি’ ‘টিপিং পয়েন্ট’ নামক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী ও শেখ রাসেলের উপর ভিত্তি করে ‘শেখ রাসেল এক ফুলকুঁড়ি’ চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এর আগে, বঙ্গবন্ধুর জীবননির্ভর স্ত্রিরচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

পছন্দের আরো পোস্ট